Description
কিভাবে শিক্ষা ফি প্রদান করবেন?
১। *২৪৭# ডায়াল করে ইউএসএসডি মেনুতে প্রবেশ করুন।
২। ৪ টাইপ করে “পেমেন্ট” অপশনটি বেছে নিন।
৩। শিক্ষা প্রতিষ্ঠানের মার্সেন্ট অ্যাকাউন্ট ০১৩০৯১২১৭৭১
টাইপ করুন।
৪। টাকার পরিমানে ১১০ টাকা লিখুন।
৫। রেফারেন্স এ পেমেন্টঁ আইডি দিতে হবে।
৬।
যদি সব ঠিক থাকে, লেনদেনটি সম্পন্ন করার জন্য পিন টাইপ করুন।
সফলভাবে ফি প্রদান সম্পন্ন হয়েছে। সবশেষে আপনি একটি লেনদেন নিশ্চিতকরণ এসএমএস পাবেন।